সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে রিয়াল মাদ্রিদের টিম বাস। স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে, টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ খেলতে বিমানবন্দর থেকে জার্মানির লাইপজিগে যাওয়ার পথে স্প্যানিশ দলটিকে বহনকারী বাসে ধাক্কায় দেয় একটি প্রাইভেটকার। দুর্ঘটনায় দলের খেলোয়াড়, কোচ ও সহকারী স্টাফদের কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন: ব্রাজিলের হারে খুশি মেসি
বিল্ডের খবর অনুযায়ী, লাইপজিগ বিমানবন্দরে ধর্মঘট চলায় রিয়ালকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ৩৮ মিনিটে পার্শ্ববর্তীশহর এরফুর্টের বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে টিম হোটেলের উদ্দেশে বাসে করেই রওনা দেয় পুরো দল।
এজে/দীপ্ত নিউজ