বুধবার, জুলাই ৩০, ২০২৫
বুধবার, জুলাই ৩০, ২০২৫

ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি দিল ভারত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আর মাত্র কয়েক মাস পরই হিন্দু সম্প্রদায় মানুষদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে অনুমতি চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’

মঙ্গলবার (২৯ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে আবেদন করেছে ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ।

চিঠিতে লিখা আছে, অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে, আপনার সদয় হস্তক্ষেপের ফলে গত বছর ভারতে ২৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল। যার কারণে এপার বাংলার মানুষ আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ।পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মাছপ্রেমীদের জন্য একটি সুস্বাদু খাবার।

অনুরোধ চিঠিতে জানানো হয়েছে, দুর্গাপূজা২০২৫ এর কাউন্টডাউন শুরু হওয়ায় আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি।

উল্লেখ্য, চলতি বছর দুর্গাপূজা সেপ্টেম্বর মাসে পড়েছে।

চিঠিতে আরও লিখা আছে, মহাশয়, গত বছর আপনার অফিস কর্তৃক অনুমোদিত ২৪২০ মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগে, ২০২৩ সালে ৩,৯৫০ টনের মধ্যে মাত্র ৫৮৭ টন, ২০২২ সালে ২,৯০০ মেট্রিক টনের মধ্যে ১,৩০০ টন এবং ২০২১ সালে ৪,৬০০ টনের মধ্যে ১২০০ টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছিল।

ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনে’ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছ সম্পূর্ণ আমদানি করতে ব্যর্থ হই, কারণ রপ্তানি অনুমতির সময়সীমা থাকে, যেমন ৩০ দিন থেকে ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ ইলিশ মাছ রপ্তানি করতে হয়। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলে যথেষ্ট নয়। তাই আমরা আপনাকে পরামর্শ এবং অনুরোধ করছি যে আপনি কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করুন।

চিঠিতে অন্তর্বর্তী সরকার ১ বছর সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছে ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’।

চিঠি পাঠানোর পর হাওড়া ফিস্ ইমপোর্টারস অ্যাসোসিয়েশনসম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ‘প্রতি বছরই বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি, এবারও করেছি। যেহেতু দুর্গাপূজা সেপ্টেম্বরেই, তাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছি যেন মাছ তাড়াতাড়ি পাওয়া যায়। আগে ১ মাস সময় পেতাম। এবার যদি বেশি সময় দেওয়া হয়, তাহলে আমদানির পরিমাণ বাড়ানো সম্ভব হবে।’

তিনি আরও বলেন, যদি বাংলাদেশ সরকার ইলিশ সরবরাহ না করে সেক্ষেত্রে ভারত নিজেদের রাজ্য গুজরাট, পশ্চিমবঙ্গের দিঘা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ছাড়াও মিয়ানমারের ইলিশ আমদানির ওপর নির্ভর করতে হবে।

উল্লেখ্য, দুর্গাপূজা সময়ে বাঙালির খাদ্য তালিকায় ইলিশ অপরিসীম। বিশেষ করে পদ্মার ইলিশের কদর পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বেশি।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More