বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্যে বলেছেন, এখনও সময় আছে দুর্গাপূজার মধ্যেই সিদ্ধান্ত নিন, স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বেন, নাকি জনগণের আন্দোলনে বিতাড়িত হবেন। আজ জনতা এ সমাবেশ থেকে আপনাকে (প্রধানমন্ত্রী) বার্তা দিয়েছে আপনি আর প্রধানমন্ত্রীর আসনে নেই।
বুধবার (১৮ অক্টোবর) সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই হুঁশিয়ারি দেন।
দূর্গাপূজার মধ্যেই সরকারকে বিদায় নেয়ার পরামর্শ দিয়ে ফখরুর বলেন, সামনে পূজার ছুটিতে বিদায় নিন, সম্মানের সাথে সেইফ এক্সিট নিবেন না গণআন্দোলনের মাধ্যমে করুণ পরিণতি ভোগ করে বিদায় নিবেন। সময় কিন্তু এই পূজার ছুটিটুকু, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বললাম।
বিএনপি মহাসচিব বলেন, আবারও বলছি এই সরকার সম্পূর্ণ অবৈধ সরকার। এরা বলছে সংবিধানের বাইরে যাবে না। এরা সংবিধান কাটছেরা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এরা কথায় কথায় সংবিধানের দোহাই দেয়। আজকে রাষ্ট্রপতি দেশের বাইরে। সংবিধান অনুযায়ী কাউকে রাষ্ট্রপতির দায়িত্ব দিতে হয়। আসলে এই সংবিধান এক পরিবারের জন্য উৎসর্গ করা হয়েছে। সংবিধানের কথা বলে সারাদেশকে সহিংস রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে সরকার।
বিএনপি মহসচিব বলেন, যতই সময় যাচ্ছে,ততই তারা গ্রেফতার বাড়িয়ে নেতাকর্মীদের হয়রানি করছে। আজকের সমাবেশকে কেন্দ্র করে গতকাল সারাদেশ ২৫০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
ফেসবুকে সরকার প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, স্যোসাল মিডিয়াকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, কিন্তু তারা সফল হয়নি, আজকে লাখো জনতার সমাবেশে তা প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, আমরা এখন কথা বেশি বলতে চাই না, এখন কাজ করতে চাই, আমরা কাজে নেমে পড়েছি। ক্ষমতায় থাকার জন্য খালেদা জিয়ার চিকিৎসার নূন্যতম সুযোগ দিচ্ছে না শেখ হাসিনা। শেখ হাসিনা কতটা নির্মম–বেগম জিয়ার চিকিৎসাটা পযন্ত করতে দিচ্ছে না। আমাদের নেতাদের সাজা দিচ্ছে, সিনিয়র নেতাদের সাজা দিয়েছে, মোট ৯৬ জন সিনিয়র নির্বাচন যোগ্য নেতা। যদি নির্বাচন যোগ্য নেতাদের সাজা দিয়ে মাঠে খালি করতে পারে তাহলে সব পরিষ্কার।
সমাবেশ থেকে বিএনপি মহাসচিব আগামী ২৮ অক্টোবর রাজনীতিতে মহাসমাবেশের ঘোষণা দিয়ে বলেন, ‘এ মহাসমাবেশের মধ্য দিয়ে আমাদের মহাযাত্রা শুরু হবে। সরকার অত্যন্ত ভয় পেয়েছে, তাদের পায়ের নিচে মাটি নেই। এ সরকারের কোনো ভিত্তি নেই।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ