মেসি ম্যাজিকে কাতার বিশ্বকাপের ফাইনালে উঠলো আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজের জোড়া গোলের সাথে ক্ষুদে জাদুকরের গোল মিলে, ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
সোনালী ট্রফি উঁচিয়ে, ফুটবল ঈশ্বরের পর, আর্জেন্টিনাকে বিশ্বসেরা করার সুযোগ এখন লিওনেল মেসির সামনে। আর বাকি মাত্র এক ম্যাচ। লুসাইল আইকনিক স্টেডিয়ামে, শুরু থেকেই বলের দখল আর আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ক্রোয়েশিয়া। তবে মেসির অতি মানবীয় পারফর্মেন্সের সামনে, ফিকে হয়ে যায় তাদের আক্রমণ।
পাল্টা আক্রমণে, ৩২ মিনিটে হুলিয়ান আলভারেজ প্রায় এগিয়েই দিয়েছিলেন আর্জেন্টিনাকে। কিন্তু নিশ্চিত গোল রুখতে গিয়ে, ফাউল করে বসেন ক্রোয়াট গোলরক্ষক লিভাকোভিচ। পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ৩৯ মিনিটে সামর্থ্যের ঝলক দেখান আলভারেজ। রক্ষণ থেকে মেসির বাড়ানো বল টেনে নিয়ে গোল করেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
বিরতির আগেই আর্জেন্টিনার দিকে হেলে গিয়েছিল ম্যাচ। ৫৬ মিনিটে মেসির দারুণ এক সুযোগ নষ্ট করে দেন ক্রোয়াট গোলরক্ষক। কিন্তু ৬৯ মিনিটে আবারও মেসি ম্যাজিক দেখেন দর্শকরা। তার তৈরি করা বলে পা ছুঁইয়ে, আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন সেই আলভারেজই।
বড় জয়ে এক আসর পর আবারও ফাইনালে উঠলো আলবি সেলেস্তেরা। অন্যদিকে এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিলো গত আসরের ফাইনালিস্টরা।