বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আসরের অপরাজিত ভারত।
রবিবার (১২ নভেম্বর) ব্যাঙ্গালুরুতে ম্যাচ শুরু হবে ঢাকার সময় দুপুর আড়াইটায়।
১৩তম বিশ্ব আসরে রাউন্ড রবিন ফরম্যাটের শেষ লড়াই। এখন পর্যন্ত অপরাজিত থেকে, আগেই সেমি নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। অন্যদিকে দুটি জয় পাওয়া নেদারল্যান্ডসের সামনে শেষ ম্যাচটি রাঙানো সুযোগ।
আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ভারত। ঘরের মাটিতে অস্ট্রেলিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডরে মতো দলকে বিধ্বস্ত করে, শিরোপার অন্যতম দাবিদার হিসেবে জানান দিয়েছে ভারত।
সেমির লড়াইয়ের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটাকে নিজেদের প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখবে রোহিত বাহিনী। তাই বিশ্রামে থাকতে পারেন অনেকে।
অন্যদিকে সাউথ আফ্রিকা আর বাংলাদেশকে হারানোর পাশাপাশি, পুরো রেসে দারুন খেলেছে নেদারল্যান্ডস। তাই, ভারতের বিপক্ষে ভালো লড়াই উপহার দিয়ে মিশন শেষ করতে চায় অ্যাডওর্য়াস বাহিনী।
এসএ/দীপ্ত নিউজ