বিশ্বকাপে পয়েন্ট টেবিলের তলানীর দুইদল ইংল্যান্ড ও নেদারল্যান্ডস মুখোমুখি হবে আজ। ইংলিশদের লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করা। আর ডাচদের মিশন আরেকটা বড় দলকে হারানো।
বুধবার (৮ নভেম্বর) পুনেতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ঘরের মাঠে গেলো আসরে লিখে ছিলো রূপকথার গল্প। এবারো গল্প লিখছে তারা। তবে গতবারের ঠিক উল্টো।
পরাজয় দিয়ে আসর শুরু করা ইংল্যান্ডের সাত ম্যাচ খেলে একমাত্র জয় বাংলাদেশের বিপক্ষে।
নিজেদের সপ্তম ম্যাচে অজিদের কাছে হেরে, মূলত বিশ্বআসর থেকে ছিটকে গেছে থ্রি–লায়ন্স। পয়েন্ট টেবিলের দশ নম্বরে থাকায়, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া নিয়ে আছে শঙ্কা। নেদারল্যান্ডসকে হারিয়ে সেই শঙ্কা কাটাতে চায় তারা।
অন্যদিকে হারানোর কিছু নেই, এমন মানসিকতা নিয়ে বাছাইপর্ব উতড়ে আসা ডাচরা, চমক দেখিয়েছে আসরে। সাত ম্যাচ খেলে তারা হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে।
তাদের সামনে এবার ইংলিশরা। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপসহ ওয়ানডে ম্যাচে ছয়বারের দেখায় শতভাগ হেরেছে দ্য ফ্লাইং ডাচমেনরা। কিন্তু মানসিক শক্তির জায়গায় তারা ইংলিশদের চেয়ে এগিয়ে।
এসএ/দীপ্ত নিউজ