বিশ্বকাপে দুপুরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।
বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
দীর্ঘ ১৬ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। বিশ্বকাপের চার ম্যাচের তিনটিতে হারলেও প্রতি ম্যাচেই লড়াই করেছে তারা।
দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের হারিয়ে এরইমধ্যে চমক দেখিয়েছে স্কট এডওয়ার্ডসরা। দলে ইনজুরির শঙ্কা না থাকায়, ফিট স্কোয়াড নিয়ে অজিদের মোকাবিলা করবে ডাচরা।
এদিকে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হার দিয়ে আসর শুরু করা অজিরা প্রথম জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। পরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে কামিন্স বাহিনীর।
পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নার রান পেলেও স্টিভ স্মিথ ও ম্যাক্সওয়েলের ব্যাট এখনো ছন্দে ফেরেনি। তবে ইনজুরি কাটিয়ে দলে ভিড়েছে হার্ড হিটার ব্যাটসম্যান ট্রাভিস হেড।
এর আগে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে দুবারের দেখায় দুবারই অজিদের কাছে হেরেছে ডাচরা।
এসএ/দীপ্ত নিউজ