চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ১২৯.২ ওভারে ৪৪৪ রানের বিশাল পুঁজি গড়েছে স্বাগতিকরা। এতে টাইগারদের লিড দাঁড়িয়েছে ২১৭ রানের।
অভিষেকে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
এর আগে রোডেশিয়ানদের হয়ে টেস্ট অভিষেক ইনিংসে ৫ উইকেটের রেকর্ড আছে দুজনের—অ্যান্ডি ব্লিগনাট ও জন নিয়ুম্বু। ২০০১ সালে বুলাওয়েতে বাংলাদেশের বিপক্ষে ৭৩ রানে ৫ উইকেট শিকার করেছিলেন ব্লিগনাট।
বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাত্র ২.৪ ওভার খেলা হতেই বৃষ্টি নামে। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটাররা।
ভক্তদের জন্য সুসংবাদ– গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫–১৬ মিনিটের বৃষ্টির পর ফের খেলা শুরু হয়েছে। বৃষ্টি থামার পর যথারীতি ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ দলের দুই অপরাজিত ব্যাটার মিরাজ ও তাইজুল ইসলাম।
অষ্টম উইকেটে ৬৩ রানের জুটি করেন মিরাজ ও তাইজুল।টাইগারদের এই জুটি ভাঙেন জিম্বাবুয়ের অভিষিক্ত স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
আল