হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দাম্পত্য নিয়ে কলহের জের ধরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দুই শিশু ও সকাল ১১ টায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পিতার মৃত্যুর হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নিহতরা হলো– উপজেলার আতিকপুর গ্রামের আব্দুর রউফ, তার শিশু সন্তান খাদিজা আক্তার ও আয়েশা আক্তার।
পুলিশ জানায়, আব্দুর রউফ ও তার স্ত্রী হাফিজা আক্তারের মধ্যে দাম্পত্য নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। শুক্রবার দিবাগত মধ্যরাতে তারা ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে স্ত্রী হাফিজা আক্তার কোলের সন্তানকে নিয়ে ঘর থেকে বেড়িয়ে যান। এরপর আব্দুর রউফ দুই শিশু সন্তান খাদিজা ও আয়েশাকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ পান করেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আব্দুর রউফকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আখলাছ আহমেদ/এজে/দীপ্ত সংবাদ