ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি ক্ষেত থেকে দুই শতাধিক গাঁজা গাছসহ দুই গাঁজাচাষীকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক গাঁজাচাষীরা হলেন উত্তর মরিচবুনিয়া গ্রামের মৃত গনেশ বেপারীর ছেলে রমেন বেপারি (৬০) ও গোপাল বেপারীর ছেলে পরেশ বেপারি (৪৬)।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের উত্তর মরিচবুনিয়া গ্রামের বেপারি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় বাড়ির পাশের ক্ষেত থেকে ২০৫টি গাজা গাছ জব্দ করা হয় এবং এর চাষের সাথে জড়িত থাকায় রমেন ও পরেশকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, আটক গাঁজাচাষীদের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এমি/দীপ্ত