দুই বছর পর আবারও ঢাকার আর্মি স্টেডিয়ামের মঞ্চে ফিরেছে জয় বাংলা কনসার্ট। বুধবার (৮ মার্চ) বিকেল ৩টার পরপরই রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয় কনসার্ট। ‘আরেকটা রক ব্যান্ড’ এর গান শুরু হতেই তরুণ–তরুণীদের উন্মাদনায় মেতে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ।
এর আগে বেলা ১২টায় আর্মি স্টেডিয়ামের গেট খোলা হলে ধীরে ধীরে প্রবেশ করেন দর্শনার্থীরা। এদিকে বিকেল ৪টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে উপস্থিত হবেন বলে জানা গেছে।
এবারের কনসার্টে মঞ্চ কাঁপাবে দেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলো ‘আর্টসেল‘, ‘ক্রিপটিক ফেইট‘, ‘চিরকুট‘, ‘নেমেসিস‘, ‘লালন‘, ‘মেঘদল‘, ‘অ্যাভয়েড রাফা‘ ও ‘কার্নিভাল‘ ।
১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয় এই কনসার্ট। ২০১৫ সাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে তরুণদের কাছে জনপ্রিয় জয় বাংলা কনসার্ট।
এফএম/দীপ্ত সংবাদ