৩৪
এশিয়া কাপ খেলতে আজ দুই ধাপে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রথম ধাপে সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে যান অধিনায়ক লিটন দাসসহ আট ক্রিকেটার।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে উইকেটকিপার ব্যাটসম্যান জাকের জানান, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে খেলবেন তারা। এদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় পরের ধাপের ক্রিকেটাররাও উড়াল দিয়েছে আমিরাতের উদ্দেশে। কাল থেকে আবুধাবিতে তাঁদের অনুশীলন শুরু হয়ে যাবে।
এর আগে আগস্টের শুরু থেকে দেশে ফিটনেস ও স্কিল অনুশীলন করেন ক্রিকেটাররা।