দুই দিনের সফরে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরের অংশ হিসেবে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া যাবেন প্রধানমন্ত্রী। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করবেন। এরপর তিনি নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার (২৫ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এদিকে জনসমাবেশকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণ ও মাঠ প্রস্তুতের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দীর্ঘ সাড়ে চার বছর পর কোটালীপাড়ায় যাচ্ছেন মুজিব কন্যা।
গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তাসহ সকল প্রস্তুতি শেষ হয়েছে।
স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কোটালীপাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। নেত্রীকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছে লাখো মানুষ। কোটালীপাড়াসহ গোপালগঞ্জ জেলার আশপাশের জেলা থেকেও হাজার হাজার নেতাকর্মী এ জনসভায় যোগ দেয়ার অপেক্ষায় রয়েছে বলেও জানায় তারা।
এ সফরের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনের দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে মনে করছেন স্থানীয়রা।
সফরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও কোটালীপাড়ায় এক জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এ সফরে ৪২টি প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এফএস/দীপ্ত