শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

দুই দফা দাবি না মানলে রবিবার থেকে বিচারকদের কলম বিরতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের সব আদালতে বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় নিরাপত্তা বাহিনী নিযুক্ত করাসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে রবিবার (১৬ নভেম্বর) থেকে কলম বিরতি পালন করবেন সারাদেশের বিচারকরা।

শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।

প্রথম দাবিটি হলো দেশের প্রতিটি আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করতে হবে। দ্বিতীয় দাবিটি হলো রাজশাহী জেলার ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার করা আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অ্যাসোসিয়েশন হুঁশিয়ারি দিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচারকদের কাজের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ এই দুই দাবি বাস্তবায়ন করা না হলে রবিবার (১৬ নভেম্বর) থেকে সারাদেশের বিচারকেরা কলম বিরতি পালনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

বিবৃতিতে বলা হয়, দেশের প্রত্যেক আদালতও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও গাড়িতে নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের কাছে সুপ্রিম কোর্ট থেকে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। বিচার বিভাগের সদস্যরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা ও তাদের পরিবার নিরাপত্তাহীন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জেলা পর্যায়ের প্রত্যেক বিচারকের জন্য পর্যাপ্ত সরকারি আবাসন ও পরিবহন ব্যবস্থা নেই, এমনকি চৌকি আদালতে কর্মরত বিচারকদের অবস্থা আরও শোচনীয়। এর ফলে বিচারকদের বাধ্য হয়ে অরক্ষিত বাসায় ভাড়া থাকতে হয় এবং রিকশাভ্যান বা পায়ে হেঁটেও যাতায়াত করতে হয়।

অ্যাসোসিয়েশন দাবি করেছে, বিচার বিভাগের প্রতি এই উদাসীনতা ও চরম গাফিলতির পরিণতিতে আজ বিচারক পরিবারে এ করুণ বিপর্যয় নেমে এসেছে। এই রক্তের দায় কোনোভাবে এড়ানোর সুযোগ নেই।

এছাড়া, রবিবার (১৬ নভেম্বর) দেশের সব বিচারক নিজ নিজ কর্মস্থলে কালো ব্যাজ পরবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, রাজশাহী বিভাগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেলা জজ মোহাম্মদ আবদুর রহমান বাসভবনে ছুরিকাঘাতে তার ১৪ বছরের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা করা হয়। এ সময় আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More