দুই জেলায় পৃথক দুর্ঘটনায় সকালেই সড়কে প্রাণ ঝরলো ছয় প্রাণ। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
এরমধ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন।
তারা হলেন, মীরসরাইয়ের রুবেল বড়ুয়া, নিপ্পু বড়ুয়া ও সনি বড়ুয়া। স্থানীয়রা জানান, ভোরে মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডের একটি হোটেলে ওই তিনজন নাস্তা করতে যান। নাস্তা শেষে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনই মারা যায়।
এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী অপর তিনজন নিহত হন। সকাল ছয়টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা। ঘাতক বাহনটি সনাক্তের চেষ্টা করছে পুলিশ।
আল