প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা–ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বারের মোড় থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি রওনা দেয়।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনে দুপুর ১টার দিকে ঢাকা–ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ।
আন্দোলনরত শিক্ষার্থীরা হাইকোর্টের রায় বহাল রাখায় নিন্দা জানিয়েছেন। অতি দ্রুত ওই মামলার নিষ্পত্তি না হলে সারা দেশের ছাত্র সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, প্রায় দুই ঘণ্টা ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল। শিক্ষার্থীদের আন্দোলনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে প্রশাসন।
এখন ঢাকা–ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত বুধবার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বাকৃবির জব্বারের মোড় সংলগ্ন এলাকায় রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ঢাকা–ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ।
সুপ্তি/ দীপ্ত সংবাদ