লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। আপাতত মাঠের বাইরে তাকে থাকতে হবে ৬ সপ্তাহ।
লা লিগার ম্যাচে সেল্টো ভিগোর বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ভিনিসিয়ুস। ১৮ মিনিটেই খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যান তিনি। তখন অবশ্য চোটের মাত্রা তেমন বোঝা যায়নি। কিন্তু এবার জানা গেল।
এক বিবৃতিতে ভিনিসিয়ুসের চোটে পড়ার কথা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি বলেছে, ‘রিয়াল মাদ্রিদ মেডিক্যাল দল পরীক্ষা–নিরীক্ষা করে জানতে পেরেছে যে ডান উরুর মাংসপেশিতে চোট পেয়েছেন ভিনি। তাঁর অবস্থা পর্যবেক্ষণ করা হবে।’
আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা পর্বে বলিভিয়া (৮ সেপ্টেম্বর) ও পেরুর (১২ সেপ্টেম্বর) বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য সেলেসাওদের স্কোয়াডে রয়েছেন ভিনিসিউস। কিন্তু এ দুটি ম্যাচসহ রিয়াল মাদ্রিদেরও বেশকিছু ম্যাচ খেলতে পারবেন না তিনি।
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। ভিনিসিয়ুসকে এর আগে পূর্ণ ফিট হিসেবে না–ও পেতে পারে রিয়াল।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, অক্টোবরের আগে ভিনিসিয়ুসের মাঠে ফেরার সম্ভাবনা নেই। রিয়ালের জন্য এটা বড় ধাক্কা।
গত মৌসুমে ৫৫ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি রিয়াল সতীর্থদের জন্য আরও ২১ গোল বানিয়েছেন ২৩ বছর বয়সী এ তারকা।
এসএ/দীপ্ত নিউজ