বান্দরবানে দীর্ঘ ১৩ বছর পর শনিবার (১০ জুন) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলার অরুণ সার্কি টাউন হল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আজ শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অরুণ সার্কি টাউন হলের মাঠে গিয়ে শেষ হয়। র্যালীতে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা অংশ নেয়।
পরে সকাল সাড়ে ১০ টার দিকে টাউন হলের মাঠে সমাবেত হয়ে সম্মেলনে যোগ দেন তারা। এসময় সম্মেলন উদ্বোধন করেন সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিসবাউল হক সাচ্চু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি ক্যশৈহ্লা, অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি ক্যশৈহ্লা, সহ সভাপতিফিকুর রহমান, কাজল কান্তি দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘ বছর পর সম্মেলন অনিষ্ঠিত হওয়ায় সম্মেলনে আসা নেতাকর্মীদের মাঝে যেন আনন্দের বন্যা বইছে।
নেতৃবৃন্দরা বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে বান্দরবানে ক্লিন ইমেজের নেতা নির্বাচন করা হবে। দলে অনুপ্রবেশকারী কাউকে স্বেচ্ছাসেবক লীগ কমিটিতে স্থান দেয়া হবেনা। নতুন এ কমিটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও জানান তারা।
ক্যমুই অং মারমা/ আল/দীপ্ত সংবাদ