বাংলাদেশের সর্ববৃহৎ অভিনয় প্রতিভা খোঁজার প্ল্যাটফর্ম ‘দীপ্ত স্টার হান্ট’ নিয়ে শুরু হতে যাচ্ছে উত্তেজনার নতুন অধ্যায়!
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায়, দীপ্ত টিভি ও দীপ্ত ডিজিটালের অন্যান্য মাধ্যমে প্রচারিত হবে এলিমিনেশন রাউন্ড, যেখানে প্রতিযোগিতার সেরা ৪০ প্রতিযোগী অংশ নিচ্ছেন নিজেদের প্রতিভা প্রমাণের জন্য।
এলিমিনেশনের আগে গ্রুমিং
এলিমিনেশন রাউন্ডে প্রবেশের আগে প্রতিযোগীরা অংশ নিয়েছে গ্রুমিং সেশনে। নুরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, মীর বরকত, বেনজির শামস, সালেহা নিধি এবং জাকিয়া বারী মমর মতো খ্যাতনামা অভিনয়শিল্পী ও প্রশিক্ষকদের কাছ থেকে প্রতিযোগীরা পেয়েছেন মূল্যবান দিকনির্দেশনা। প্রতিযোগীদের ভাষার প্রয়োগ, সংলাপ ও অভিব্যক্তি, শরীরী ভাষা, মঞ্চ উপস্থিতি ও ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী হওয়ার কৌশল শেখানোর জন্যই এই গ্রুমিং সেশন ডিজাইন করা হয়েছে।
এলিমিনেশন রাউন্ড:
গোল্ডেন স্টার পেয়ে চূড়ান্ত ২০ জন দীপ্ত টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক খলনায়ক, মান অভিমান ও মাশরাফি জুনিয়রের বিভিন্ন খন্ড দৃশ্যে অভিনয় করেছে প্রতিযোগীরা। আসন্ন পর্বগুলোতে সম্মানিত জুরিরা দৃশ্যগুলো দেখবেন এবং মঞ্চেও দেবেন বিভিন্ন টাস্ক। সেগুলোর ভিত্তিতে নির্বাচিত করবেন চূড়ান্ত ২০ প্রতিযোগী। মঞ্চের এই লড়াইয়ে সেরা ৪০ থেকে চূড়ান্ত ২০ কারা হতে যাচ্ছে, কারা টিকে থাকছে আর কারাই বা ফিরে যাচ্ছে বাড়ি জানা যাবে আগামী পর্বগুলো থেকেই।
তারকা জুরি প্যানেল
তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলা দেশের অভিনয় জগতের শীর্ষস্থানীয় এই তিন ব্যক্তিত্ব দীপ্ত স্টার হান্টের সম্মানিত জুরি। প্রতিযোগীদের মূল্যায়নের সাথে সাথে তারা দেবেন নানা ধরনের টিপস, এমন কি প্রতিযোগীদের সাথে অংশ নেবেন পারফরমেন্সেও।
সুপারস্টার হওয়ার পথে সেরা প্রতিযোগীদের সুযোগ
‘দীপ্ত স্টার হান্ট’ শুধুমাত্র একটি প্রতিযোগিতা না, এটি বাংলাদেশের নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। কারণ দীপ্ত স্টার হান্টের বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যেখানে তারা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।
‘দীপ্ত স্টার হান্ট’ সঞ্চালনা করছেন ইসমাত জেরিন চৈতি এবং এর নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন সাইফুর রহমান সুজন।
ইএ