দীপ্ত টিভিতে চলছে বাংলাদেশের সর্ববৃহৎ অভিনয় প্রতিভা খোঁজার রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। যা দীপ্ত টিভিতে সম্প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায়।
দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্যান্য মাধ্যমেও দর্শকরা উপভোগ করতে পারছেন এই গ্রাউন্ডব্রেকিং রিয়েলিটি শো।
ফাইনাল প্রতিযোগী
‘দীপ্ত স্টার হান্ট‘ টপ টেন এপিসোডে মোট ১০ জন প্রতিযোগী তাদের দ্বৈত পারফর্ম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করেছেন। এবারও নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন প্রতিযোগীরা। কঠিন কঠিন পারফর্ম্যান্সের বাধা পেরিয়ে ফাইনাল রাউন্ডে‘র জন্য নির্বাচিত হয়েছেন ৮ জন। তারা হলেন– শফিউল রাজ, হাফিজ রহমান, সাকিব হোসেন, শিমুল বিশ্বাস, সানজিদা চৌধুরী, নূপূর আহসান, ফারিহা রহমান এবং শেখ ফারিয়া হোসেন।
সম্মানিত জুরি
তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলার মতো তারকা জুরির সাথে অতিথি বিচারক হিসেবে টপ টেনের দুই এপিসোডে উপস্থিত ছিলেন অভিনেতা ও নির্মাতা চয়নিকা চৌধুরী এবং অভিনেতা ইন্তেখাব দিনার।
‘সুপারস্টার‘ হওয়ার পথে সেরা প্রতিযোগীদের সুযোগ
‘দীপ্ত স্টার হান্ট’ শুধুমাত্র একটি প্রতিযোগিতা না, এটি বাংলাদেশের নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। কারণ ‘দীপ্ত স্টার হান্ট‘ বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ।
‘কাজী মিডিয়া লিমিটেড‘ বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যেখানে তারা নিয়মিতভাবে বিভিন্ন মাধ্যমে অভিনয়ের কাজের সুযোগ পাবেন।
‘দীপ্ত স্টার হান্ট‘ সঞ্চালনা করছেন ইসমাত জেরিন চৈতি এবং নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন সাইফুর রহমান সুজন। পরিচালনায় আছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।
এসএ