প্রতিবছরের মতো এবারও বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যে সারা বিশ্বের ন্যায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে দীপ্ত টিভি।
দিবসটি উপলক্ষে দীপ্ত টিভির অফিস সেজেছিল নান্দনিকভাবে। দীপ্ত পরিবারের সদস্যদের মাঝে ছিল উৎসবের আবহ। বিশেষ করে প্রতিষ্ঠানটির নারী সদস্যরা দারুণ আনন্দে দিবসটি উদযাপন করেছেন। সবার অংশগ্রহণে কাটা হয় বিশালাকার একটি কেক। নারী সদস্যদের মধ্যে বিতরণ করা হয় চকোলেটসহ নানা উপহার। নারী কর্মীদের প্রতি সম্মান প্রদর্শনে প্রতিবছর দীপ্ত প্রাঙ্গণে এই দিবস পালিত হয়ে আসছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবসের শুরু ১৮৫৭ সালের ৮ মার্চ। এসময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা ও ন্যায্য মজুরিসহ কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নামেন। গ্রেপ্তার হন বহু নারী। পরবর্তী সময়ে আন্দোলন আরও দানা বেঁধে ওঠে। অবশেষে ১৯১০ সালের এই দিনে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে নারী দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই সারা বিশ্বে দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
আল/দীপ্ত