বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে ওটিটি মাধ্যম। ভিনদেশীর পাশাপাশি দেশীয় ওটিটিতে মানুষের আগ্রহ রয়েছে। কাজী মিডিয়া লিমিটেড শুরু করতে চলেছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’।
আগামী ২৮ নভেম্বর ২০২২ তারিখে দীপ্ত প্লের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। গুগল প্লে থেকে অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোন বা স্মার্ট টিভিতে দেখা যাবে দীপ্ত প্লে। এর সঙ্গে www.deeptoplay.com ভিজিট করেও দেখা যাবে দীপ্ত প্লে। হাজারেরও বেশি বাংলা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্ত প্লে দেশে ও দেশের বাইরে থাকা বাংলা দর্শকের জন্য।
সুস্থ ধারার দীপ্ত অনুষ্ঠান, নতুন নতুন সিনেমা আর সিরিজের মাধ্যমে নতুন ধরনের সব গল্প থাকছে দীপ্ত প্লে অরিজিনালসে। রোমাঞ্চকর ফিল্ম আর ফ্ল্যাশ ফিল্ম ছাড়াও আগে দেখা যায়নি—এমন অদ্ভুত সব সিরিজ নিয়ে হাজির হচ্ছে প্ল্যাটফর্মটি। এ ছাড়া ছোটগল্পের মতো টানটান শর্ট ফিল্ম আর আনকোরা সব বিদেশি ডাবিং সিরিয়াল দেখা যাবে দীপ্ত প্লেতে। থাকছে দীর্ঘ সিরিজ—যা প্রতিটি দিনই ধরে রাখবে দর্শকের মনোযোগ।
কাজী মিডিয়ার টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি, তাই দীপ্ত টিভির কনটেন্টগুলো থাকবে এ ওটিটিতে। এগুলো দর্শক ফ্রি দেখতে পারবেন।’