দীপ্ত নিউজ পোর্টালে রবিবার (১১ জুন) ‘মহাসড়কে কর্মী পরিবহন গাড়ির জট‘ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ঢাকা–আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় তারাসিমার সামনের অংশে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে গোলড়া হাইওয়ে পুলিশ।
এ সময় তারাসিমা এ্যাপারেলস লিমিটেডের কর্মী পরিবহনের দুটি গাড়িকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকেন্দ বসু বিষয়টি নিশ্চিত করেছেন।
গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকেন্দ বসু জানান, গোলড়া হাইওয়ে পুলিশ ঢাকা আরিচা মহাসড়কে যানজট নিরসনসহ সড়কের শৃঙ্খলা রক্ষায় নিয়মিত কাজ করছে। সোমবার দুপুরে নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় তারাসিমা এ্যাপারেলস লিমিটেডের সামনে অভিযান পরিচালনা করে দুটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। এ সময় অন্য যানবাহনের চালকরা পালিয়ে যায়।
যানজট নিরসনে কারখানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যানজট নিরসনে গোলড়া হাইওয়ে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জাহিদুল হক চন্দন/আফ/দীপ্ত নিউজ