৩৪৮
দীপ্ত টেলিভিশনের ভিডিও এডিটর কামরুজ্জামান রতন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর।
রবিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি ট্রাক রতনের মোটরসাইকেলে ধাক্কা দিলে, তিনি রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান একজন প্রত্যক্ষদর্শী।
সাভারের বাসিন্দা কামরুজ্জামান রতন ৮ বছর ধরে দীপ্ত টিভিতে কাজ করছিলেন।
এসএ/দীপ্ত নিউজ