৬
দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’। এই ধারাবাহিকের জন্য ইতোমধ্যেই শুরু হয়েছে নতুন অভিনয়শিল্পী খোঁজার কার্যক্রম।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দীপ্ত টিভি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ অডিশন।
‘পরম্পরা’ ধারাবাহিকটির জন্য একাধিক ধাপে অডিশন চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অভিনয় ও বাচনভঙ্গিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নির্বাচনী প্রক্রিয়ায়। নতুন শিল্পীদের পাশাপাশি দেশের জনপ্রিয় ও খ্যাতিমান অভিনয়শিল্পীরাও থাকবেন এই ধারাবাহিকে।