ভারতের দিল্লিতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দিল্লিবাসীকে পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির পানিমন্ত্রী অতিশী সিং। এছাড়া অপচয়কারীদের জরিমানা করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভয়াবহ দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি। এর মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে পানি সংকট। শহরটির বেশিরভাগ এলাকার বাসিন্দারা পানির জন্য হাহাকার করছেন।
গত বছর মে মাসে ওয়াজিরাবাদে পানির স্তর ছিল ৬৭৪ দশমিক ৫ ফিট। এখন সেটা কমে ৬৬৯ দশমিক ৮ ফিটে নেমে এসেছে। এর কারণে দিল্লির বেশকিছু এলাকায় পানিসংকট দেখা দিয়েছে। দিনে দুবারও পানি সরবরাহ করা হচ্ছে, কিছু কিছু এলাকায়।
এ অবস্থায় পানি অপচয় করলেই জরিমানার নির্দেশ দিয়েছে দিল্লি পানি বোর্ড। পাইপের পানি দিয়ে গাড়ি ধোয়া, ট্যাংক থেকে পানি উপচেপড়া, বাণিজ্যিক কাজে বাসাবাড়ির পানি ব্যবহার এবং নির্মাণকাজে সুপেয় পানি ব্যবহারের মতো ঘটনাগুলো, অপচয় হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে, দুই হাজার রুপি জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে।
পানির অপচয় রোধে এরইমধ্যে ২০০টি দল গঠনের নির্দেশ দিয়েছেন পানিমন্ত্রী অতিশী সিং। এই দলগুলো বিভিন্ন আবাসিক এলাকা পরিদর্শন করবে এবং সুপেয় পানির অপচয় হচ্ছে কি না খতিয়ে দেখবে।
নির্মাণস্থল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে কোনও ধরনের অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।