ভারতের রাজধানী নয়া দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ হয়েছে, তবে এতে কেউ হতাহত হননি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিস্ফোরণের পর ইসরায়েলি দূতাবাসের কূটনীতিক ও কর্মীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
ইসরায়েলের উপরাষ্ট্রদূত ওহাদ কায়নার ভিডিও বার্তায় বলেন, ‘স্থানীয় সময় বিকেল পাঁচটার পর দূতাবাস প্রাঙ্গণের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। আমাদের কূটনীতিকেরা নিরাপদে আছেন। এই বিস্ফোরণের বিষয়ে স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস।’
বিস্ফোরণের পর নিজ দেশের নাগরিকদের জন্য ভারতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে ইসরাইল। মঙ্গলবার রাতে ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
সতর্কতায় আরও বলা হয়, ইসরাইলি নাগরিকদের পাবলিক প্লেসে উচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভিড় এড়িয়ে চলাচল করতে বলা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ