৫
পটুয়াখালীতে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ছয়মাসে আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১৮ জন। বর্তমানে জেলা সদর সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৯ জন রোগী।
আক্রান্তদের মধ্যে সব বয়সের নারী পুরুষ রয়েছে। আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসা সেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা। তবে বেশি রোগীর চাপে হিমশিম খাচ্ছেন সদর হাসাপাতালের চিকিৎসকরা।
মো.ইমরান/ শায়লা/ দীপ্ত নিউজ