বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

দিনাজপুর বোর্ডে ৪৩ কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। সবগুলো কলেজ মিলে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৮২ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মহা. তৌহিদুল ইসলাম।

বোর্ড সূত্র জানায়, অকৃতকার্য হওয়া কলেজগুলো রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান। নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, পঞ্চগড়, গাইবান্ধা ও দিনাজপুর জেলার এসব কলেজে কোনো পরীক্ষার্থী কৃতকার্য হয়নি।

যেসব কলেজে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি

নীলফামারী জেলা:

জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ, একই উপজেলার উচ্চ বিদ্যালয় ও কলেজ, জলঢাকা উপজেলার গোলমুন্ডা আদর্শ কলেজ, কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল স্কুল অ্যান্ড কলেজ, ডিমলা উপজেলার নাউতারা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ডিমলার গাইখারিবাড়ী মহিলা কলেজ, ডিমলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ (ডিমলা), ডিমলা সীমান্ত কলেজ, সৈয়দপুর উপজেলার সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজ, নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ শ্রীজনশীল কলেজ।

কুড়িগ্রাম জেলা:

রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ, রৌমারির টাপুরচর স্কুল অ্যান্ড কলেজ, রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরি হাট কলেজ, নাগেশ্বরী উপজেলার ছিলা খানা মডেল কলেজ, নাগেশ্বরীর সমাজ কল্যাণ মহিলা কলেজ (নাগেশ্বরী), নাগেশ্বরীর কুটি পয়ড়া ডাঙ্গা স্কুল এন্ড কলেজ,

ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন কলেজ, উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, ভূরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা স্কুল ও কলেজ।

ঠাকুরগাঁও জেলা:

সদর উপজেলার সালন্দার মহিলা কলেজ, সদর উপজেলার আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও নিউ মডেল কলেজ, রানীশংকৈল উপজেলার গোগর কলেজ, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ, পীরগঞ্জ উপজেলার কতিয়ারপুর শহীদ সালাহউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।

দিনাজপুর জেলা:

বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট কলেজ, বিরামপুর উপজেলার বেফারিটোলা আদর্শ কলেজ, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ।

লালমনিরহাট জেলা:

কালীগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল এন্ড কলেজ, কালীগঞ্জের দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ, হাতীবান্ধা উপজেলার আমিনুর রহমান কলেজ,

আদিতমারী উপজেলার ভেলাবাড়ী স্কুল এন্ড কলেজ, আদিতমারী উপজেলার শিয়াল খোওয়া কলেজ।

রংপুর জেলা:

মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজ, পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ,

গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজ, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর দ্বিমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ।

পঞ্চগড় জেলা:

বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বোদা উপজেলার মাড়েয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ,

তেতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দিন কলেজ।

গাইবান্ধা জেলা:

সুন্দরগঞ্জ উপজেলার ঘাগোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ।

এ বিষয়ে দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী বলেন, যেসব কলেজ এমপিওভুক্ত হয়েও শিক্ষার্থীর সংখ্যা খুবই কম এবং পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হয়েছে, তাদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। প্রয়োজনে কলেজ ভবন স্বীকৃতি, পাঠদান ও অন্যান্য স্বীকৃতি পুনর্বিবেচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

তিনি আরও জানান, বোর্ড এসব প্রতিষ্ঠানের পারফরম্যান্স বিশদভাবে বিশ্লেষণ করবে এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More