দিনাজপুরের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী ও এক শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় বিনোদনকেন্দ্রটির প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।
রবিবারে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১৪তম ব্যাচের ৭৩ জন শিক্ষার্থীসহ ১০ জন শিক্ষক কর্মচারীর একটি দল ফিল্ড ওয়ার্কে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে যায়। খনি পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩ টায় জেলার নবাবগঞ্জ উপজেলার বেসরকারি বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী বেড়াতে যায় ওই দলটি। এসময় কয়েকজন শিক্ষার্থী ঘোড়া রাইডে ওঠেন। পরে রাইড থেকে নামার সময় শিক্ষার্থী বিনয় চন্দ্রের একটি ব্যাগ ভুলঃবশত ছাড়া পরে। পরবর্তীতে ওই ব্যাগ ফেরত নিতে গিয়ে এক নারী শিক্ষার্থীকে স্বপ্নপুরীর কর্মচারী উত্যক্ত করলে শিক্ষার্থীরা প্রতিবাদ করে। এতে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে স্বপ্নপুরীর কর্মচারীরা দেশিও অস্ত্র (লাঠি, সোটা, রড) দিয়ে শিক্ষার্থীদের বেদম প্রহার করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহতসহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিতের শিকার হন।
নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার পাশাপাশি বিষয়টি নিয়ে স্বপ্নপুরী কর্তৃপক্ষসহ প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের আলোচনা চলছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফএম/দীপ্ত সংবাদ