দিনাজপুরের হাকিমপুরে গাছ কাটাকে কেন্দ্র করে এক দম্পত্তিকে পিটিয়ে হত্যা মামলার প্রতিপক্ষের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে হাকিমপুর থানার ওসি আবু সায়েম গ্রেফতারের সংবাদটি নিশ্চিত করেছেন ।
আটককৃতরা হলেন, দিনাজপুর হাকিমপুর এলাকার নিহত আতিয়ার মুন্সির চাচা লুৎফর মুন্সী, তার স্ত্রী মেহেনিগার ও আরেক চাচা শহিদুল ইসলাম খাজা মুন্সি।
আর নিহতরা হলেন, হাকিমপুর বোয়ালদাড় ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আতিয়ার মুন্সি (৭৩) ও তার স্ত্রী জাহানারা বেগম (৬৫)।
হাকিমপুর থানা ওসি বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পরিবারের স্বামী স্ত্রীকে পিটিয়ে হত্যা করা বিরল ঘটনা। ময়নাতদন্ত শেষে স্বামী ও স্ত্রীকে পারিবারিক কবরে দাপন সম্পন্ন করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে ।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাড়ির পাশে আগাছা পরিষ্কার করছিলেন আতিয়ার মুন্সি। এসময় একটি গাছের ডাল কাটা নিয়ে কথা কাটাকাটি হয়ে একপর্যায়ে উত্তেজিত হয়ে লাঠি ও দা নিয়ে তার ওপরে হামলা করেন চাচা লুৎফর মুন্সির পরিবারের সদস্যরা। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমান দুপুরে এবং তার স্ত্রী জাহানারা বেগম সন্ধ্যায় মারা যান।
এ ঘটনায় নিহত দম্পত্তির ছেলে আজিজ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। এ হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ