কয়েকদিনের টানা তীব্র তাপদাহে দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার (৪ জুন) দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, ১৯৫৮ সালের ৩ জুন দিনাজপুরে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল। আজ প্রায় ৬৫ বছর পর ৪১. ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলো।
দিনাজপুরের শ্রমজীবী আবু বক্কর বলেন, একটু ঘর থেকে বের হলেই রোদের তাপদাহের কারণে শরীর অনেকটাই পুড়ে যাচ্ছে এমন মনে হয়। এই তীব্র তাপদাহ উপেক্ষা করেও রিকশা চালিয়ে আমাদের সংসার চালাতে হচ্ছে।
দিনাজপুর সিভিল সার্জন ডাক্তার বোরহান উদ্দিন সিদ্দিকী বলেন, তীব্র তাপদাহে হিট স্ট্রোক বেড়ে গেছে। পাশাপাশি সর্দি–জ্বর, মাথাব্যথা ইত্যাদি রোগের আবির্ভাব বেশি ঘটেছে। এতে করে হাসপাতাল গুলোতেও রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি রোগে আক্রান্ত হচ্ছে।
জেলা প্রশাসকের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে স্কুল গুলো সীমিত সময়ের জন্য খোলা রাখার এবং রোদে শিক্ষার্থীদের শরীরচর্চা না করানোর জন্য নির্দেশনা রয়েছে।
সুলতান মাহমুদ/এমি/দীপ্ত নিউজ