বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
বুধবার, জানুয়ারি ৭, ২০২৬

দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ১.৫ ডিগ্রিতে, কাঁপছে কলকাতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে এটিই কলকাতায় শীতের সর্বকালীন রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া অফিস বলছে, সাম্প্রতিক অতীতে এই রকম শীত দেখেনি কলকাতা। গত ১৩ বছরের মধ্যে এটাই শহরের সবচেয়ে শীতল জানুয়ারি। কলকাতার পাশাপাশি শীতের দাপটে নাকাল উত্তরবঙ্গ এবং সমগ্র দক্ষিণবঙ্গও।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ১৮৯৯ সালের ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর চলতি বছরে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় এ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৭ ডিগ্রি কম।

উত্তরের হিমেল হাওয়া কাঁপন ধরিয়েছে উত্তর থেকে দক্ষিণে। নতুন বছরের প্রথম সপ্তাহেই রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীতের কামড়, কলকাতার কনকনে দশাতেই তা স্পষ্ট হয়ে যায়। জানুয়ারির শীতে জবুথবু রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। দক্ষিণবঙ্গে সবচেয়ে শীতল বীরভূম। শ্রীনিকেতন ও সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমে এসেছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা ফের ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More