দাম বৃদ্ধির পর একদিন পরই দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ৯৫ টাকায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি প্রায় এক লাখ ৯১ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৬ হাজার ১৪ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।
এর আগে গত ২৯ অক্টোবর বাজুস ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করেছিল, যা কার্যকর হয়েছিল ৩০ অক্টোবর থেকে।
চলতি বছর এখন পর্যন্ত ৭২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৯ বার বেড়েছে, আর ২৩ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল; তখন ৩৫ বার বেড়েছিল, আর কমেছিল ২৭ বার।