সুসম্পর্ক গড়তে হলে উভয়ের প্রতি সম্মান রাখতে হবে। শুধুমাত্র ভালোবাসা দিয়ে সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়। আমাদের আশেপাশে এমন অনেক দাম্পত্য দেখা যায়, যারা ছোটখাটো বিষয় নিয়েও নিজের সঙ্গীর সঙ্গে খারাপ আচরণ করে থাকেন। ফলে ধীরে ধীরে সম্পর্ক নষ্ট হয়ে যায়।
সম্পর্ক সুন্দর করার জন্য অর্থ, বিশ্বাস, ভালোবাসার পাশাপাশি বাড়াতে হবে পারস্পরিক বোঝাপড়া। জেনে নিন সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক টিকিয়ে রাখার ৫টি উপায়–
তুলনা না করা
আপনার সঙ্গীর সঙ্গে কখনোই আপনার বন্ধুর সঙ্গীর সঙ্গে তুলনা করবেন না। অন্যের সঙ্গে তুলনা করা অনেকেই পছন্দ করেন না। আপনার মুখ থেকে অন্য কারো প্রশংসা শুনতে তার ভালো নাও লাগতে পারে। এতে করে দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যেতে পারে। এধরনের কাজ করা থেকে বিরত থাকুন।
সময় দেয়া
আমাদের জীবনে কাজ যেমন গুরুত্বপূর্ণ তেমন সঙ্গীকে সময় দেয়াও প্রয়োজন। তাই অবসর সময়ে সঙ্গীকে সময় দিন। তাকে নিয়ে ঘুরতে যান। অপনার জীবনে তার গুরুত্ব বুঝিয়ে দিন। তাহলে সম্পর্কে টানাপোড়েন দেখা দেবে না। পরস্পরের প্রতি ভালোবাসাও বেড়ে যাবে।
সম্মান করা
একে অপরের প্রতি সম্মান দেখাতে হবে। আমরা প্রায়ই দেখি কোনো বিষয় পছন্দ না হলে অনেকেই জনসম্মুখে সঙ্গীকে কটু কথা শুনিয়ে ফেলেন। এধরনের কাজ করা যাবে না। প্রয়োজনে সঙ্গীকে ডেকে নিয়ে আলাদাভাবে বোঝান।
গুরুত্ব দেয়া
আপনার সঙ্গী যখন কিছু বলবে গুরুত্ব দিয়ে শুনুন। সঙ্গীকে গুরুত্ব না দিলে আপনাকে নিয়ে তার ভাবনায় পরিবর্তন ঘটতে পারে। আপনার প্রতিও তার গুরুত্ব কমে যেতে পারে। সম্পর্ক একদিক থেকে সুন্দর করা সম্ভব নয়। তাই একে অপরকে গুরুত্ব দিতে হবে। সবসময় নিজের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে মাঝে মাঝে সঙ্গীর ইচ্ছাকেও প্রাধান্য দিন। দেখবেন আপনার প্রতিও তার গুরুত্ব বেড়ে যাবে।
বিশ্বাস রাখা
বিশ্বাস খুব সুন্দর একটি শব্দ। ভাঙা নৌকা যেমন বেশিদিন পানিতে টিকে থাকতে পারে না; তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। সম্পর্ক বেঁচেই থাকে বিশ্বাসের ওপর। অন্যের কথা শুনে সঙ্গীকে অবিশ্বাস করবেন না। বিশ্বাস সম্পর্ককে গতিময় করে তোলে, অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই সঙ্গীকে বিশ্বাস করুন, সুসম্পর্ক গড়ে তুলুন।
শায়লা/দীপ্ত সংবাদ