দেশে প্রথম বারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ও তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। দিবসটি যথাযথ ভাবে পালনের লক্ষে গৃহীত নানা কর্মসূচির মধ্যে ছিলেন, বর্ণাঢ্য শোভাযাত্রা, তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা।
” সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নেে– উদ্ভাবনে স্থানীয় সরকার ” এই স্লোগানকে সামনে নিয়ে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম সর্বস্তরের জনগণকে মাঝে তুলে ধরা ও সর্বস্তরের জনগণকে সরকারের সকল উন্নয়ন কাজের সঙ্গে সঙ্গে সম্পৃক্ত করার লক্ষেই এ মেলার আয়োজন করা হয়।ফলে জনগণের জীবনযাত্রায় মান উন্নয়নে সমৃক্ত স্থানীয় প্রতিষ্ঠানকে আরও অধিকতর শক্তিশালী ও কার্যাকরে এবং স্বাবলম্বী হবেন স্থানীয় সরকার বিভাগ বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
এ লক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বার হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে সকাল ৯.৩০ ঘটিকার দিকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর,মহিলা বিষয়ক অধিদপ্তর,এলজিইডি, সমাজসেবা অধিদপ্তর, সকল ইউনিয়ন পরিষদ, দর্শনা পৌরসভা‘র অংশগ্রহণে উদ্ভোধন করা হয় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা।উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
পরে সকাল ১০ টার উপজেলা পরিষদের মুক্তমঞ্চে দামুড়হুদা উপজেলা প্রশাসন এর সুযোগ্য নির্বাহী অফিসাররোকসানা মিতা‘র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক,দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা গণ, উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিববৃন্দ,দর্শনা পৌরসভার কাউন্সিলর প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ পরিষদ চত্বরে মেলার স্টল ঘুরে দেখেন।
জান্নাতুল আওলিয়া/মোরশেদ আলম/দীপ্ত নিউজ