ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৮ মে) রাত ও শুক্রবার (৯ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার অন্যরা হলেন– রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সোহেল (৪৯), ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আব্দুস সাত্তার (৭৩) ও রাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হতাহতের মামলায় তাদের গ্রেপ্তার দেখা_নো হয়েছে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ বলেন, চারজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।