শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬

দাউদকান্দিতে বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুমিল্লা জেলা দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে দগ্ধ হয়ে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে আগুন ধরে যায়। এ সময় ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয় এবং অন্তত ৩০ জন আহত হন।

দুর্ঘটনার পর চট্টগ্রামগামী লেনে বানিয়াপাড়া থেকে গৌরীপুর পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়া হলে বেলা ২টার পর যানবাহন চলাচল শুরু হয়।

দাউদকান্দি থানা অফিসার ইনচার্জ এম হালিম জানান, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More