দশ লাখ সাবস্ক্রাইবারের (এক মিলিয়ন) মাইলফলক স্পর্শ করেছে ‘দীপ্ত নাটক’ ইউটিউব চ্যানেল।
শুক্রবার (১৮ এপ্রিল) ১০ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে চ্যানেলটির।
২০২১ সালে এপ্রিলে অফিসিয়ালি ‘দীপ্ত নাটক’ ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়। দর্শকদের ভালোবাসায় স্বল্প সময়ের মধ্যে ডায়মন্ড প্লে-বাটন অর্জন করে।
২০১৫ সালে ১৮ নভেম্বর নতুনত্বের প্রত্যয় নিয়ে, যাত্রা শুরু করে । অনএয়ারে আসার পর থেকেই বিনােদনমূলক নানা অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করে দর্শক নন্দিত টেলিভিশনটি।
এছাড়া দেশে ডাবড সিরিজ অন্যদিকে মৌলিক মেগা সিরিয়াল তৈরি করে বিনোদন দুনিয়া ব্যাপক সাড়া ফেলেছে।
সাবক্রাইব করে দেখুন দীপ্ত নাটক ইউটিউব চ্যানেলে Youtube.com/deeptonatok। সেই সঙ্গে দীপ্ত টিভির সঙ্গে থাকুন।