বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের সব দায় নিজের কাঁধে নিলেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
আসরে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সেমিফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ দল, শুধু আফগানিস্তানের বিপক্ষে জয় পায়। এরপর টানা সাত ম্যাচে হেরেছে হাথুরুর শিষ্যরা।
দলের টানা ব্যাটিং ব্যর্থতায় দায় হিসেবে, খেলোয়াড়দের পারফম্যান্সের ঘাটতি বলে সংবাদ সম্মেলনে জানান প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
আগামীকাল (৬ নভেম্বর) দিল্লি‘র অরুণ জেটলি স্টেডিয়ামে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।
এসএ/দীপ্ত নিউজ