শাপলা কলি নয়, দলীয় প্রতীক হিসেবে শাপলাই চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এটি না পেলে ইসির পদত্যাগ আন্দোলনে নামবে দলটি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় যুবশক্তির আলোচনায় এনসিপি নেতারা এসব কথা জানান।
তারা বলেন, গণভোট ও পিআর নিয়ে রাজপথে নামা জামায়াতের ভণ্ডামী। আর জুলাই সনদে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করতে চেয়েছিল।
শাপলা কলি প্রতীক যুক্ত করে ইসির গেজেট প্রকাশ প্রসঙ্গে এনসিপি নেতারা বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে ইসি এমন আচরণ করছে। তবে শাপলাকলি নয়, প্রতীক হিসেবে শাপলাই চায় তারা।
আলোচনায় জুলাই সনদে নোট অব ডিসেন্ট, গণভোট ও পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন এনসিপি নেতারা। এসব নিয়ে জামায়াত ও বিএনপি জনগণকে নতুন করে সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরও বিচার বিভাগ ও প্রশাসনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব রয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়নের রুপরেখা জরুরি।
মেহেদী হাসান/এজে/দীপ্ত সংবাদ