উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত ভুলে সকলকে নৌকার ছায়াতলে আসার আহব্বান জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। যারা নির্বাচনে ভোট দান থেকে বিরত ছিল বা তারা নৌকাকে ভোট না দিলেও সাধারন মানুষের ভোটে নৌকা বিজয়ী হয়েছিল বলেই আজ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাচ্ছে সাধারন মানুষ। যার সুবিধা বিরোধী দলের মানুষেরাও ভোগ করছে। তাই তাদেরকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার ছায়াতলে আসার আহব্বান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার ( ২০ মে ) সকালে সদর উপজেলার কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের উন্নত শিক্ষা ব্যাবস্থার মাধ্যমে গড়ে তুলতে হবে। তাহলে তারাও এ দেশকে এদেশের অর্থণীতিকে প্রধানমন্ত্রীর ন্যায় আরো বেশী শক্তিশালী করে গড়ে তুলবে।
কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ্যাড. কাজী শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান। উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক–শিক্ষার্থী, বর্তমান শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেয়।
আল/দীপ্ত সংবাদ