দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। নারায়ণগঞ্জের মণ্ডপগুলোতে চলছে পূজা উদযাপনের প্রস্তুতি। নিপুণ হাতে বাঁশমুলি, কাঁদা মাটি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা।
অশুভ শক্তির বিনাশ আর জগতে শান্তি প্রতিষ্ঠার বিশ্বাসে ১৪ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে শুরু হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
এ উপলক্ষে দেবির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। বাঁশ, কাঠ আর কাঁদা মাটি দিয়ে দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাও তৈরি করা হচ্ছে। প্রতিমা তৈরির খরচ বাড়ার পাশাপাশি আশানুরূপ দাম না পাওয়ায় কিছুটা হতাশ কারিগররা।
এবার দেবী দুর্গার আগমন ও প্রস্থান দুটোই হবে ঘোড়ায় চড়ে।পূজা উদযাপন কমিটি জানিয়েছে, নারায়ণগঞ্জের ২১৫টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব। এ উদযাপনের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
২০ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ২৪ অক্টোবর।
আল / দীপ্ত সংবাদ