দখল, দূষণ এবং অবাধে বর্জ্য ফেলায় অস্তিত্ব হারাচ্ছে পটুয়াখালী জেলেদের পোতাশ্রয় খ্যাত খাপড়া ভাঙ্গা নদী।
ঝড়ের আভাস কিংবা সাগর উত্তাল হলেই এই নদীতে আশ্রয় নেয় হাজার হাজার মাছধরা ট্রলার। প্রায় দুই যুগ আগেও ১৭ কিলোমিটার দীর্ঘ এই নদীর প্রস্থ ছিলো প্রায় আধা কিলোমিটার। কিন্তু বর্তমানে প্রস্থ এসে দাড়িয়েছে মাত্র ২৫০ ফুটে।
স্থানীয়রা জানান, নদীর দু’পারে নিয়ম বহির্ভূত দখল, আলীপুর, মহিপুর, লক্ষী বাজার এবং চাপলী বাজারের বর্জ্যসহ অবাধে ট্রলার থেকে বর্জ্য ফেলায় এই করুন অবস্থা।
এদিকে নদীর বিভিন্ন স্থানে পলি জমে ভরাট হয়ে গেছে। ভাটার সময় সাগর মোহনা থেকে পোতাশ্রয়ে প্রবেশে বাঁধাগ্রস্থ মাছধরা ট্রলার। তাই নদী খননের দাবি জানিয়েছেন জেলেরা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, খাপড়াভাঙ্গা নদী দখল এবং দূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ নদী খননে ব্যবস্থা গ্রহন করা হবে।
এসএ/দীপ্ত নিউজ