সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

দখলকৃত মাদ্রাসার জমি ফিরে পেতে মানববন্ধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জে জোরপূর্বক দখল করা ওয়াকফাকৃত জমি ফিরে পেতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষার্থী ও গ্রামবাসী।

শনিবার (১৩ মে) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী সিরাজদিখান উপজেলার তালীমুল কুরআন সবর কওমী মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের সামনের সড়কে এই মানববন্ধন করেন।

এতে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছাড়াও বালুরচর ইউনিয়নের কয়েক শতাধিক নারীপুরুষ অংশ নেন।

মানববন্ধনে থেকে জানা যায়, তালীমুল কুরআন সবর কওমী মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংএর ওয়াকফাকৃত ৬ শতাংশ জমি কুয়েত প্রবাসী রবিউল্লাহর স্ত্রী রোকসানা বেগম ও তার দুই ছেলে শাওয়ন ও হৃদয় হাসান জোরপূর্বক স্থাপনা নির্মাণ করছে। নির্মাণ কাজে বাঁধা দিলেও তারা কোনো কর্ণপাত করছেনা। তাই অনতিবিলম্ভে জমি উদ্ধার করে মাদ্রাসা ও এতিমখানায় বুঝিয়ে দেওয়ার দাবি মানববন্ধনে অংশ নেওয়া মানুষের।

মাদ্রাসা ও এতিখানার অধ্যক্ষ ওমর ইব্রাহিম বলেন, স্থানীয় মৃত হাকিম আলী মুন্সীর স্ত্রী শুক্কুরজান বিবি গত ২৮ বছর পূর্বে দখলকৃত জমিটি ওয়াকফা করে দেন মাদরাসার নামে। সেই জমির মালিকানা দাবি করে কুয়েত প্রবাসী রবিউল্লাহ স্ত্রী রোকসানা বেগম ও তার দুই ছেলে জোর করে মাদ্রাসা ও এতিমখানার ওয়াকফাকৃত জমিটি দখলে করে মার্কেট নির্মাণ করছেন। মার্কেট নির্মাণে তাদের বাঁধা দিলেও তারা তা আমলে নিচ্ছেনা। এছাড়াও জমিটি দখল মুক্ত করতে প্রশাসনের ধারে ধারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছিনা।

অভিযুক্ত দখলবাজ হৃদয় হাসান জানান, পার্শ্ববর্তী ঈদগাঁ মাঠে আমাদের সাড়ে ৬ শতাংশ জমি রয়েছে। সেই জমির পরিবর্তে আমাদের মাদ্রাসার সামনের ৪ শতাংশ জমি লিখে দিয়েছেন ঈদগাঁ মাঠের সভাপতি আমজাদ হোসেন।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More