বহুল কাঙ্খিত পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ (মঙ্গলবার, ১০ অক্টোবর)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশনে এর উদ্বোধন করবেন। পদ্মাসেতু হয়ে ১৭২ কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পের ৮২ কিলোমিটার চালু হচ্ছে আজ থেকেই।
এ উপলক্ষে মুন্সিগঞ্জের মাওয়া রেল স্টেশনে সুধী সমাবেশ এবং ভাঙ্গার ডাক্তার কাজী আবু ইউসূফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
রেল চলাচল উদ্বোধনের পর বিশেষ ট্রেনে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা যাবেন তিনি। ফরিদপুরের কর্মসূচি শেষে জন্মস্থান গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
এসএ/দীপ্ত নিউজ