বিপিএলে টানা তিন ম্যাচ হারলো ঢাকা ক্যাপিটাল। থিসারা পেরেরার শতরানের ইনিংসও পারেনি স্বাগিতকদের জেতাতে। ঢাকা পর্বের শেষ ম্যাচে, খুলনা টাইগার্সদের কাছে তাদের পরাজয় ২০ রানের ব্যবধানে।
মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে, টস হেরে আগে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স। উদ্ধোধনী জুটিতে ৪৯ রান জমা করে তারা।
এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের টপ–অর্ডার। একশ‘র আগেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে মেহেদী হাসান মিরাজের দল। শেষ পর্যন্ত আবু হায়দার রনির আট বলে ২১ রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে, ৮ উইকেটে ১৭৩ রানের স্কোর পায় খুলনা।
জবাবে, ৪১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা ক্যাপিটাল। সপ্তম উইকেটে থিসার পেরেরা–চতুরঙ্গ ডি সিলভা‘র ১১২ রানের অপরাজিত জুটিতে, জয়ের স্বপ্ন দেখতে থাকে স্বাগতিকরা। পেরেরা সেঞ্চুরি হাঁকালেও জেতাতে পারেননি দলকে। ৬ উইকেটে ১৫৩ রানে থামে তাদের ইনিংস।
হাসিব/আল