থার্টি ফার্স্ট নাইটে রাজধানীতে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না। ফানুস ওড়ালে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আজ সন্ধ্যা থেকে কাল সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে সব বার। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা জানিয়েছেন। গতকাল পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি বলেন- জড়িতদের ধরতে অভিযান চলছে।
শুক্রবার বাদজুমা রাজধানীর রামপুরায় মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মালিবাগ মোড়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ১১ পুলিশ সদস্য আহত হন।
তাদের দেখতে শনিবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আসেন ডিএমপি কমিশনার। খোঁজখবর নেন সহকর্মীদের চিকিৎসার। পরে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে থার্টি ফার্স্ট নাইট এবং নতুন বছর উদযাপন নিয়ে, ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন কমিশনার। জানান- নগরজুড়ে কড়া নজরদারি করবে তার বাহিনী।
তিনি বলেন, সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতিরঝিল এবং গুলশান-বনানি-বারিধারায় বহিরাগতরা প্রবেশ করতে পারবে না। বর্ষবরণ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানান পুলিশের এই কর্মকর্তা।