যান্ত্রিক ত্রুটির কারণে তিনদিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু হয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা দিকে পুনরায় উৎপাদন শুরু হয় কেন্দ্রটিতে। বর্তমানে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা জানান, বিদ্যুৎকেন্দ্রের ছাই নির্গমন প্রক্রিয়ার ত্রুটির কারণে ১৪ সেপ্টম্বর উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র।
উল্লেখ্য, উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই, ৩০ জুলাই ও সর্বশেষ ১৪ সেপ্টেম্বর বন্ধ হয় বিদ্যুৎকেন্দ্রটি। গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়।
এসএ/দীপ্ত নিউজ