ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশনার (ইসি)। কমিশন সূত্রে জানা গেছে, রোডম্যাপটি আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এর আগে বুধবার (২৭ আগস্ট) কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “এই মুহূর্তে আমরা কিছু কাজ করছি। হয়তো বৃহস্পতিবার আপনাদের আরও কিছু বাড়তি তথ্য দেয়ার সুযোগ পাবো।”
সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন ধাপ এবং প্রক্রিয়া রোডম্যাপে অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে– ভোটার তালিকা প্রণয়ণ, আরপিও সংশোধন, নির্বাচনী সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, ভোটমুদ্রণ, আইন শৃঙ্খলা বিষয়ক সভা এবং নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে সভা।
এছাড়া, অংশীজনদের সঙ্গে সংলাপের প্রস্তুতিও শুরু হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করবে। ইসি সূত্রে জানানো হয়েছে, সবশেষ ২১ আগস্ট কমিশন সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত করেছিল।